Daily Gazipur Online

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর খুন অপর বন্দী রিফাতকে আসামী করে মামলা

মো: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই কিশোরের মারামারিতে সিহাব মিয়া (১৬) নামের এক কিশোর খুনের ঘটনায় টঙ্গী কিশোর উন্ন্য়ন কেন্দ্রের তত্বাবধায়ক এহিয়াতুজ্জামান বাদী হয়ে অপর বন্দী কিশোর আলিফ হোসেন রিফাতকে (১৪) আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত সিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। সে গত ৫ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোম ছিলো।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মোঃ হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় নিচ তলার সেফ হোমের দুই নম্বার রুমে মারামারি ঘটনা শুনতে পায়। এসময় ভিতরের কয়েদিরা শিশু সিহাবের অজ্ঞান হওয়ার খবর দিলে তাকে উদ্ধার করে দ্রত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ বলেন, এঘটনায় একটি হত্যা মামলা গ্রহন করা হয়েছে।