টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার

0
79
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তাররা হলেন রাইতুল ইসলাম রাতুল (১৯), মো. জুলহাস আলী রকি (২৩), মো. সোহেল হাসান সোহাগ (২৪) ও মো. শাহিনুল ইসলাম শাহীন (২১)। গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এর আগে এ মামলায় মাজহারুল ইসলাম (৩৫), রাসেল মন্ডল (৩২) ও মো. হানিফ (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় গুটিয়া এলাকায় বসবাস করেন।
উল্লেখ্য বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম গত ২৫ জুন টঙ্গীর সাতাইশে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনরত শ্রমিকদের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন। শহিদুলের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিঠালু গ্রামে। মামলার সঙ্গে সঙ্গে এক আসামি গ্রেপ্তার হয়। পরে সময় মামলাটি টঙ্গী পশ্চিম থানা থেকে শিল্প পুলিশে স্থানান্তর করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর মামলার তদন্তভার পেয়ে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিতে মামলার তদারক কমিটি গঠন করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here