
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পূর্ব থানার বাঁশ পট্টি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে কাউসার ২৫ নামে একাধিক মামলার আসামী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত কাওসার টঙ্গীর এরশাদনগর ৬নং ব্লকের মিন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সহযোগী সন্ত্রাসীরা কাওসারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে কাওসার বাহিনীর সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে কাওসার গুলিবিদ্ধ হয়ে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি কামাল।
টঙ্গী পূর্ব থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক জিয়া বলেন, বন্দুকযুদ্ধে ছিনতাইকারী কাওসার নিহতের ঘটনায় জিএমপি’র ডিসি (ক্রাইম) শরিফুর রহমান সাংবাদিকদের ব্রিফ করবেন। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। টঙ্গীর বাশপট্টি এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী কাওসর নিহতের ঘটনায় এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে।






