Daily Gazipur Online

টঙ্গীতে সন্ত্রাসীর অত্যাচারে দিশেহারা একটি পরিবার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানা অন্তগত মুদাফা এলাকার বাসিন্দা বিউটি বেগম জানান, আমি ও আমার ভাইয়ের নামে খরিদকৃত ৫.২৫ শতাংশ জমি। ইহাতে বাড়ি নির্মাণ করে বিগত ১২ বছর যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। আমার প্রতিবেশী মাসুম হায়দারের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় বিগত ৩ বছর যাবত বিরোধের সৃষ্টি হয়। এই বিষয়ে এলাকায় জনপ্রতিনিধির মাধ্যমে সমাধানের চেষ্টা করে কোন ন্যায় বিচার পাইনি বিধায় এক পর্যায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ করে সমাধানের চেষ্টা করা হয়। সেখানেও প্রভাবশালী মাসুম হায়দারের ক্ষমতার দাপটে আমি ন্যায় বিচার পাইনি। এক পর্যায়ে দিশেহারা হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গাজীপুর আমলী আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালতে মামলা করার কারণে মাসুম হায়দার ও তার ক্যাডার বাহিনী সদস্য ফয়সাল, হারুন, স্বপনসহ একাধিক লোকবল নিয়ে আমার ও আমার মায়ের উপর হামলা চালায়। যার ফলে আমরা গুরুতর আহত হই এবং বাড়িতে বেশকিছু ফলজ বৃক্ষ কেটে ফেলে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করতে গেলে আমাদের লিখিত অভিযোগ না নিয়ে আমাদেরকে বসিয়ে রাখে। এক পর্যায়ে মাসুমের বাহিনীর সদস্য ফয়সালকে গ্রেফতার করে থানায় আনে। আমার কাছ থেকে কোন লিখিত অভিযোগ না নিয়ে উল্টো আমাকে ও আমার মাকে মামলা দিয়ে চালান করে। অপরপক্ষে ফয়সালের সাথে আপোশ করে তাকে জিএমপি এ্যাকটে চালান করে। আমার সাথে প্রশাসনের এই রকম আচারণ অন্যায় ও আইন বহিভর্‚ত হয়েছে বলে মনে করি। আমি জেল থেকে জামিনে মুক্ত হয়ে এসে দেখি আমার দাবীকৃত জায়গায় জোরপূর্বক আদালতের মামলা তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে জোরপূর্বক উক্ত জমিতে ইমারত নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমি একাধিক বার থানায় সহযোগিতা চেয়ে কোন সহযোগিতা পাইনি। এক পর্যায়ে পুলিশ হেল্প লাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাবে বলে আশ^াস পাই। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি। বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের আইনগত সহযোগিতা কামনা করছি এমনটাই দাবী ভোক্তভ‚গী পরিবারের।