টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সাংবাদিকদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধনের দাবীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) মঙ্গলবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজে) সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, সহ-সভাপতি শেখ আজিজুল হক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার, দৈনিক ভোরের কাগজের এম.আর নাসির, দৈনিক যায়যায়দিনের রেজাউল কবির রাজিব, দৈনিক আমাদের সময়ের শাহজাহান শোভন, দৈনিক আজকের জনতার হাসান মামুন, সমকালের আবু সালেহ মুসা, দৈনিক বর্তমানের সুজন সারোয়ার, চ্যানেল ফোর এর মামুন সরকার, বাংলা টিভির তাওহিদ কবির, আনন্দ টিভির মিরাজ সিকদার, নতুন সময় টিভির আরিফ চৌধুরী, এম. ডি. বশির আলম, জাহাঙ্গীর আকন্দ, আল আমীন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নবম ওয়েজবোর্ডের যে গেজেট প্রকাশ করা হয়েছে তা সাংবাদিকদের স্বার্থবিরোধী। প্রকাশিত নবম ওয়েজবোর্ডের গেজেটে সাংবাদিকদের সুবিধা কর্তন করা হয়েছে। সাংবাদিক সমাজ এই গেজেট কখনই মানবে না। নেতৃবৃন্দ এ কালো ওয়েজবোর্ড অবিলম্বে সংশোধন করে পুনরায় গেজেট প্রকাশের দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here