Daily Gazipur Online

টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: সৈয়দা তানজিনা আফরিন ইভার অপকর্ম ধামাচাপা দিতে দৈনিক সময়ের আলো ও চ্যানেল এস এর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ডা: সৈয়দা তানজিনা আফরিন ইভার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সোমবার সকালে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, হাসান মামুন, পীরজাদা মো: নোয়াব আলী, বশির আলম, জাহাঙ্গীর আকন্দ, অমল চন্দ্র ঘোষ, তাসলীমা বেগম, নার্গিস আক্তার স্মৃতি, মোরশেদ আলম খোকন, হানিফুর রহমান, শেখ রাজিব হাসান, শাহজালার দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এদেশের গরীব দু:খী মানুষের নেতা ছিলেন। তার নামে এ হাসপাতাল। এ হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: সৈয়দা তানজিনা আফরিন ইভার অত্যাচারে টঙ্গীর শ্রমজীবী খেটে খাওয়া মানুষ অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হন। সাংবাদিকরা বিষয়টি জানতে গেলে সে উশৃঙ্খলতা আচরণ করেন। ওই ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য টঙ্গী ও গাজীপুরে কর্মরত সাংবাদিকদের জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।