Daily Gazipur Online

টঙ্গীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

ডেইলি গাজীপুর প্রতিবেদক :টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা।
রোববার (২১ সেপ্টেম্বর) বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াত কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান ও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য নিয়ামত উল্লাহ শাকের। সাংবাদিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন, সহসভাপতি শেখ আজিজুল হক, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা অপ-সাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের গঠনমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম সমাজের দর্পণ। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সত্য প্রকাশ পায় এবং অপতৎপরতা রোধ করা সম্ভব হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় অপ-সাংবাদিকতা প্রতিরোধে জামায়াত নেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অপরদিকে জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও জনস্বার্থে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।