Daily Gazipur Online

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

অলিদুর রহমান অলি,গাজীপুর: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল রবিবার ১৭ ই মার্চ শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমির ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক গোলজার হোসেন আকন্দের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু বকর, শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, সুরুজ্জামান সরকার, রতন কুমার ঘোস, আশরাফ আলী, চৌধুরী আশরাফ আলী, নজিমুল হক, জাকির হোসেন, মাওলানা খায়রুল ইসলাম মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে সকল ক্লাসে পৃথক পৃথক ভাবে জতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত‌কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।