টঙ্গীতে স্কুলছাত্র তসিফুল ইসলাম মুন্নার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

0
266
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা সোসাইটি এলাকায় স্কুলছাত্র তসিফুল ইসলাম মুন্না (১৪) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল গাজীপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কাজীবাড়ি চন্দ্রিমা সোসাইটির মুন্নাদের বাসার সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক কাজী নূরুল আমিন বাবু, কাজী নাজমুল আলম, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নিহত মুন্নার বাবা মিজানুর রহমান ও মা হামিদা আক্তার প্রমুখ।
এসময় মোহাম্মদ আলী সিকদার একাডেমী, উত্তরণ স্কুল, হাজী বদর উদ্দিন আইডিয়াল স্কুল, কাজী আবু তালেব একাডেমীর শতশত শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
এব্যাপারে হাজী বদর উদ্দিন আইডিয়াল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার বলে, আমরা মুন্না ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছি। তার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উত্তরণ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ খায়রুল তার অভিব্যক্তি জানিয়ে বলে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও মুন্না ভাইয়ের হত্যার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আমরা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শনিবার সকালে উত্তরা শাহিন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তসিফুল ইসলাম মুন্নাকে তাদের ভাড়া বাসায় গলা ও পেট কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্ত¡রা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here