
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে পাগাড় এলাকায় মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১০টায় ‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’ এই স্লোগানে “রক্তসন্ধান পরিবার” সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে । এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষকে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমন কিরণ। রক্তসন্ধানের সদস্যবৃন্দের নামঃ- আসিফ, জিসান, তুহিন, সজল, আকাশ, সাকিব, দিদার, আলম, ইজাজ, শুভ, রকি, ইউসুফ, রানা, শামীম।
মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে সংগঠনটি গতবছর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান এবং রক্ত পরীক্ষার আয়োজন করেছিলেন। ৩৬২ জন মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এ বছর, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান এবং রক্ত পরীক্ষার আয়োজন করেন। ১৫ জন তরুণ মিলে ২০১৮ সালের ২৬শে মার্চ টংগীর বিসিক ফকির মার্কেটে “রক্তসন্ধান” নামের সংগঠনটি গড়ে তুলেন।






