Daily Gazipur Online

টঙ্গীতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ২৬ মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, সফিউদ্দিন সরকার একাডেমী, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, সাহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়, টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতাইশ স্কুল এন্ড কলেজ, আলোচনা সভা দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আশরাফ টেক্সটাইল মিলস্ হাই স্কুল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর ৫৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।


সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মনছুরুল আলম মিলন, ইলিয়াস উদ্দিন আকন্দ, অভিভাবক সদস্য, ডেমরা রঙ্গমেলা আকবর মহিলা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী অধ্যাপক আব্দুল মোতালেব, সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক আনোয়ারুল কবির, জান্নাতুল আকরাম প্রমুখ।


অপরদিকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ সমন্বয়কারী মাহবুবু উল আলম, শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন, সাবেক শিক্ষক প্রতিনিধি ও সমন্বয়কারী আবু জাফর আহমেদ, সমন্বয়কারী আমজাদ হোসেন, মো: শাহ আলম, শাহাবুদ্দিন সজিব, আবুল হোসেন সরকার, লতিফা পারভীন, সাহিদা কাদের হিরা, রাখী শাহা প্রমুখ।
টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং রতন কুমার ঘোষের পরিচালনায় আলোচনা সভা দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহশিন মিয়া, রফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, সিনিয়র শিক্ষক সুরুজ্জামান মাষ্টার, কামরুল হাসান, নাসরিন আক্তার খানম, নিলিমা নাসরিন, মঞ্জুরুল হক, আয়াত আলী মন্ডল, আব্দুল কাদির খান, আব্বাস আলী, হাবিবুর রহমান, নাজিমুল হক, জাকির হোসেন, মেহেদী হাসান, সাদিয়া সুলতানা, খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়