Daily Gazipur Online

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় সুমাইয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বুজিরকোনা গ্রামের আলামিনের মেয়ে। সে খাঁপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বেরিয়ে খাঁপাড়া এলাকার শাখা সড়কে আসে শিশুটি। এ সময় সড়কে চলা একটি অটোরিকশা নিচে পড়ে। এ সময় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর রিকশা চালক পালিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।