টঙ্গীতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

0
275
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: দেশে করোনা সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের লাগাম টেনে ধরতে এরই মধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানে জোর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ বুধবার ১২ জানুয়ারি টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি ভ্যানুতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কভিড-১৯ টিকা টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। ১২ জানুয়ারির পর টিকা ছাড়া সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে না কোনো শিক্ষার্থী। কিন্তু শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্কমকর্তা রেবেকা সুলতানা জানান , শিক্ষার্থীদের টিকাদানের ক্ষেত্রে গাজীপুর জেলায় এরই মধ্যে ৭০ শতাংশ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে তা শতভাগে উন্নীত হওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন।

সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ও সংরক্ষণ জটিলতায় জেলায় চাহিদা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। এসব কারণে অনেক জেলায় শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি দেরিতে শুরু হয়েছে। টিকায় আঞ্চলিক বৈষম্য দেখা দিলে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের টিকাদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে আগামী ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা। এজন্য চাহিদা অনুযায়ী নিয়মিত টিকা সরবরাহ করতে হবে। টিকার সরবরাহ ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই টিকাদান কর্মসূচি শেষ করতে পারবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here