টঙ্গীতে ৩০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস চালক আটক

0
304
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজাসহ আব্দুস সালাম (৩০) নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ সময় র‌্যাব সদস্যরা মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দু’টি মোবাইল ফোন ও নগদ ১১হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। আটক আব্দুস সালাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বোলাশী এলাকার আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড থানা সড়কের বিসমিল্লাহ মেডিসিন কর্ণানের সামনে এঘটনা ঘটে।
র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব-১ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল জানতে পারে যে মাদকের একটি চালান টঙ্গীতে আসছে। এসময় র‌্যাবের দলটি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী স্টেশন রোড থানা গেইটের বিপরীতে বিসমিল্লাহ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মোঃ আব্দুস সালাম (৩০)কে আটক করে। পরে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় র‌্যাব সদস্যরা মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দু’টি মোবাইল ফোন ও নগদ ১১হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম র‌্যাবকে জানিয়েছে, তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। রেন্ট এ কারে মাইক্রোবাস চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজার চালান নিয়ে টঙ্গীতে মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। ইতোপূর্বে কয়েকটি মাদকের চালান ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছে বলে স্বীকার করেছে সালাম। মাদক ব্যবসায়ীরা চালান প্রতি তাকে ৩০ হাজার টাকা করে দিত বলে জানান আব্দুস সালাম। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here