Daily Gazipur Online

টঙ্গীতে ৩ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ১০

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন দাবিতে তিন কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রমিক বিক্ষোভের কারণে পার্শ্ববর্তী আরো তিনটি কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে। বিক্ষোভকালে বহিরাগত শ্রমিকদের সাথে কারখানা শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার এসব ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৮টা থেকে স্থানীয় তিস্তাগেইট এলাকার হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহস্রাধিক শ্রমিক কারখানার সিইও আফতাব উদ্দিনের পদত্যাগ, বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণসহ ১০ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ওই শ্রমিকেরা পার্শ্ববর্তী মেঘনা রোডে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড ও পিনাকী গার্মেন্টসের সামনে জড়ো হয়ে কারখানা শ্রমিকদের নিচে নামতে হইহুল্লোর করে কারখানার গেটে ও জানালায় ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় শ্রমিকদের তোপের মুখে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানাদ্বয় এক দিনের জন্য ছুটি ঘোষণা করলে এ দুটি কারখানার শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়।
পরে হক অ্যান্ড কম্পানি লিমিটেডের শ্রমিকরা তাদের নিজেদের কারখানার সামনে গেলে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়।
এদিকে, চেরাগআলী এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড সহস্রাধিক শ্রমিক সার্ভিস বেনিফিট, হাজিরা বোনাস, নিয়োগে সমতা, দুই কর্মকর্তার পদত্যাগসহ ১৪ দাবি আদায়ের লক্ষে সকাল ৯টা থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সাড়ে ১০টার দিকে এ কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অপরদিকে, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের সাথে খারাপ আচরণ না করা ও আন্দোলনরত শ্রমিকদের চাকুরিচ্যূত না করাসহ ১৫ দাবিতে সকাল ৯টা থেকে আফতাব সিএনজি পাম্প সংলগ্ন যমুনা অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ করেছে।পরে তাদের দাবি মেনে নিয়ে একদিনের জন্য কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
একই এলাকার পিনাকী গার্মেন্টসে শ্রমিকরা কাজ করছিলেন। বেলা ১২টার দিকে ওই সব গামেন্টসের কিছু উশৃঙ্খল শ্রমিক গার্মেন্টস কারখানাটি বন্ধ করতে গেলে বহিরাগত শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পিনাকী গার্মেন্টসের শরিফুল ইসলাম (২৩), রানা (৪২), নাইম (১৯) ও কুলসুমসহ (২৪) ১০ শ্রমিক আহত হন। তারা টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।
যমুনা অ্যাপারেলসের মালিক রাকিব সাজ্জাদ জানান, শ্রমিকদের দাবিগুলোর সমাধান করা হয়েছে।
পিনাকী অ্যাপারেলসের সিইও মাহাবুব, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জিএম সুজন মিয়া, হক গ্রুপের সিইও আফতাব উদ্দিন আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ড্রেসম্যান কারখানার শ্রমিকদের দাবিগুলো সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক। কারখানা এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।