Daily Gazipur Online

টঙ্গীতে ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মহানগরীর টঙ্গী এলাকা হতে ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
আজ শনিবার দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন মাজার গেইট এলাকায় বিদেশী বিয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কামান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী সেনা কল্যান ভবনের দক্ষিণ পাশে হোন্ডা রোড সালমান বার্ড হাউজ দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামী ১। মোঃ শাকিল আহম্মেদ(২০), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোসাঃ শিউলি বেগম, সাং-দূর্গাপুর , থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’ এ/পি- বাসা নং-১০/১৮, বøক এফ, (আজিজ মোহল্লা), থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা’কে হাতে নাতে গ্রেফতার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হতে ৪৮(আট চল্লিশ) ক্যান বিদেশী বিয়ার ০১(এক) টি মোবাইল ফোন এবং নগদ ৪,৪৫০/- উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪৮ ক্যান বিদেশী বিয়ার যার অনুমান বাজার মূল্য (৫০০ন্স৪৮)=২৪,০০০ টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামীর জব্দকৃত মাদকদ্রব্য (বিদেশী বিয়ার) বিক্রয় এর উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্বরণি ২৪(খ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।