
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান-ও -সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশে ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহযোগী সংগঠনের উদ্যোগে জঙ্গীবাদ, মৌলবাদ ও সা¤প্রদায়িকতার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বুধবার টঙ্গীর মুদাফা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টঙ্গীর খলিল মার্কেট থেকে শুরু করে ভাদাম ব্রীজ গিয়ে শেষ হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মো: হায়দার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো: ইয়াসিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, যুগ্ম আহŸায়ক সিদ্দিকুর রহমান, শুক্কুর আলী, আলী আজম, জাহাঙ্গীর হোসেন, টঙ্গী পশ্চিম থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী মোল্লা, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক সাহিদা কাদের, সাথি আক্তার মহারানী, ইউনিট আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া, মোস্তফা মিয়া, শরাফত হোসেন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতা আব্দুল হান্নান মিয়া, টঙ্গী থানা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুল আলম নাহিদ, নূর মোহাম্মদ শামীম, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শুকুমল সরকার, যুবলীগ নেতা আনিসুর রহমান মিলন, মনির হোসেন, বিল্লাল হোসেন, ৫২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।






