Daily Gazipur Online

টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমা প্রস্তুতি কাজের উদ্বোধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন। যুব মন্ত্রী মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে দু’পক্ষকে একত্রিত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজন এবং সম্পন্ন করার আহবান জানিয়ে ইজতেমা মুরুব্বীদের উদ্দেশ্যে বলেন, সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোন বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, মুফতি মাসুদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রাসেল আরো বলেন, বিবাদ হানাহানি ইসলাম ধর্মে নেই। গত বারের মতো যাতে এবারও কোন বিশৃঙ্খলা না ঘটে সে দিকে নজর রাখার জন্য দু’পক্ষের মুরুব্বীদের প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে সরকার থেকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। গত ১১ বছরে আওয়ামীলীগ সরকার ইজতেমা মাঠের চতুরদিকে ১৩টি ডিপ টিউবওয়েলে স্থাপন করেছে। মুসল্লীদের সুবিধার্থে মাঠের চতুর দিকে ৩ তলা বিশিষ্ট টয়লেট নির্মাণ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, স¤প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাবলীগ জামাতের বিদ্যমান দু’পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত হওয়ার পর এবারের বিশ^ ইজতেমা আগামী ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী প্রথম পর্ব জোবায়ের পন্থীরা আয়োজন এবং সম্পন্ন করবে এবং ১৭ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত সা’দ পন্থী ওয়াসেকুল ইসলামের দলেরা বিশ^ ইজতেমা পরিচালনা করবেন। গতবার বিশৃঙ্খলা করার কারণে এবার ইজতেমা ময়দানে কোন পক্ষকে জোড় ইজতেমা আয়োজন করার সুযোগ দেয়া হচ্ছে না।