ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
শিক্ষকরা জানায়, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করেন শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালান। এতে পাঁচজন শিক্ষক আহত হন। পরে মাদরাসার ছাত্র সংসদের অনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষকদের প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ করেন।
এ ঘটনায় প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
টঙ্গীর তামীরুল মিল্লাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ
