ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর পাগার স্কুল অ্যান্ড কলেজে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন।
বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন।
তিনি বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের কোমলমতি শিক্ষার্থীদের অপশিক্ষার ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছিলো। বিএনপির সরকার দেশ তথা দেশের মানুষের কথা বলে। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিএনপি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য বিএম শামীম। এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরাফত হোসেন, আহ্বায়ক সদস্য বিএম শামীম, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, সৈয়দ জাকির হোসেন, মো. লতিফ খান, মো. শাহজালাল সাজু, পাগার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মো. সম্রাট। স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও উপভোগ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।
টঙ্গীর পাগার স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
