Daily Gazipur Online

টঙ্গীর বিশ্বইজতেমায় অস্থায়ী মার্কেট বসানো নিয়ে হামলা ১জন গুরুতর আহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অস্থায়ী মার্কেট বসানোর লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ বেপোরোয়া হয়ে গেছেন। অস্থায়ী মার্কেট দখলকে কেন্দ্র করে সোমবার তৃর্ণমূল জনসংগঠনের সদস্য কাজল হোসেনকে মেধম মারপিট করেন ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নিরব মিয়া, সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, সহ-সভাপতি পারভেজ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া। ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ দীর্ঘদিন যাবত এলাকায় রামরাজত্বসহ ব্যাপক উশৃঙ্খলতা চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চাঁদাবাজী, রাহাজানী, দখলসহ ব্যাপক অনৈতিক কাজ তারা দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। এলাকাবাসী জানান, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ কাদের ছত্রছায়ায় এসব অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের ভিতর কোন চেইন অব কমান্ড আছে বলে মনে হচ্ছে না। ইতিপূর্বে তাদের অত্যাচারে ৫৫নং ওয়ার্ডেও সাধারণ মানুষ ও পথচারীরা অতিষ্ঠ হয়ে মানবেতর জীবন যাপন করছে।
এলাকাবাসী ও সাধারণ মানুষ জানান, তৃর্ণমূল জনসংগঠনের কাজল মিয়া টঙ্গী কামারপাড়া রোডের উত্তর পাশের্^র মার্কেট মালিকদের কাছ থেকে টাকার ধায্য করে ইজতেমা উপলক্ষে অস্থায়ী মার্কেট করার লক্ষ্যে জায়গা ভাড়া নেন। ওই মার্কেটকে কেন্দ্র করে ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ বেপোরোয়া হয়ে তাকে মেধম পারপিট করেন। এলাকাবাসী আরো জানান, আগামী ১৫ ফেব্রুয়ারী ৪দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। একে কেন্দ্র করে বিশ্বইজেতমার চারপাশ অস্থায়ী মার্কেট তৈরি হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে অস্থায়ী মার্কেটককে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ করে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল মিল্স উচ্চ বিদ্যালয়, নিশাদ টেক্সটাইল মিল্স উচ্চ বিদ্যালয়, অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় অস্থায়ী মার্কেট বসবে। বিশ্ব ইজতেমা শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটিয়ে ইজতেমা শেষে মার্কেটগুলো দীর্ঘদিন চালু থাকবে। এতে স্কুল গামী ছাত্রছাত্রীদের লেখা পড়ার মারাত্মক বিঘ্ন ঘটবে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবী ইজতেমা শেষ হয়ে গেলে যথারীতি ভাবে অস্থায়ী মার্কেট বন্ধ করে দিয়ে যথারীতি ক্লাশ ও লেখাপড়া চালু করার জন্য জোর দাবী জানান।