ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলগেইটে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ সময় অটোচালকসহ চারজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার ৪৫ মি: এ টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নুরে আলম নোমান (৮)। সে পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- অটোরিকশার চালক মফিজুল ইসলাম (৩২), যাত্রী আব্দুল হাকিম (৩০), নাজমুল ইসলাম (১৬) ও আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তারা গাজীপুরের টঙ্গীস্থ পূর্ব আরিচপুর আব্দুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নুর মোহাম্মদ বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে মধুমিতা রেলক্রসিং এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা (টমটম) পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ যাত্রীরা আহত হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু নোমান।
আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।