Daily Gazipur Online

টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান।। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো.বেলায়েত হোসেন মাস্টার, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ।

টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারির কারণে ছাত্রছাত্রীদের বাসায় বাসায় গিয়ে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয় শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক স্কাউট কোর্স লিডার আলহাজ¦ আলতাফ হোসেন,কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান,প্রভাষক মহসিন মিয়া, জান্নাতুল ফেরদৌজ, খাদিজা আক্তার তামান্না,রফিকুল ইসলাম, নিলিমা আক্তার, সিনিয়র শিক্ষক আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন, আবুবকর সিদ্দিক, নাজিমুল হক, সানা উল্লাহ, আহসান হাবীব প্রমুখ। নিজ বাসায় গিয়ে ছাত্রছাত্রীদের হাতে বই পৌছে দেয়ার পর নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দে উল্লাসিত।