Daily Gazipur Online

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল সরকার অস্ত্রসহ গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে গাজীপুর মহানগরী টঙ্গী এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ কামরুল সরকার গাংগুয়া (৩৯)’কে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে।
আজ ১৯ ফেব্রুয়ারি র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার মধ্য আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করে এবং টঙ্গী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার আসামী মোঃ কামরুল সরকার গাংগুয়া (৩৯), পিতা- মোঃ জহির সরকার, সাং- সিএন্ডবি গোপাল নগর, ডাকঘর- নবপুর, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা বর্তমান ঠিকানাঃ সাং- টঙ্গী বাজার, মধ্য আরিচপুর জসীমের বাড়ীর ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি, ০২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল সরকার গাংগুয়া’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে র্দীঘদিন যাবত অস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন করে গাজীপুর জেলার টঙ্গী এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সে গাজীপুর জেলার একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার নামে টঙ্গী পূর্ব থানায় একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। সে ইতিপূর্বে হত্যা ও ছিনতাই মামলায় ০৬ বছর কারা ভোগ করেছে এবং একাধিকবার মাদক মামলায় টঙ্গী থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল বলে জানা যায়। এছাড়াও বর্তমানে তার বিরুদ্ধে ০১ টি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। সে র্দীঘদিন সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। সে নিয়মিত ইয়াবা ট্যাবলেট সেবন করে। সে কুমিল্লা দেবিদ্বার এলাকায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে। তারপর সে ঢাকায় চলে আসে এবং ছোট বেলা থেকেই বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। হত্যা, ছিনতাই ও বিভিন্ন অপরাধ কর্মের মাধ্যমে টঙ্গী এলাকায় ত্রাস সৃষ্টিতে তার কুখ্যাতি থাকায় এলাকায় সে গাংগুয়া নামে পরিচিত।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।