
এস.এম.মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাসির উদ্দিন (৩৫)কে দুইটি বিদেশী পিস্তল,ম্যাগজিনসহ গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব-১,উত্তরার একটি দল। রোববার বিকেলে র্যাব-১ এর সদস্যরা গোপনে অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার সাতাইল পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেফতারের পর রাতে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। সোমবার সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সন্ত্রাসী বাসির উদ্দিনকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠিয়েছে। এঘটনায় রোববার রাতে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলিট ফোর্স র্যাব-১,উত্তরার এএসপি মো: কামারুজ্জামান সোমবার জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১ এর একটি দল গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫১নং ওয়ার্ডে সাতাইশ পশ্চিমপাড়া এলাকায় গোপনে অভিযান চালিয়ে দুধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ বাসির উদ্দিন (৩৫)কে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ১ টি মোবাইল ফোন সহ হাতেনাতে আটক করে। র্যাব জানান, সন্ত্রাসী বাসির উদ্দিনের পিতার নাম- আব্দুল আওয়াল, মাতা- মোছাঃ হাজেরা বেগম, সাং- সাতাইশ চৌরাস্তা,ডাকঘর- সাতাইশ, থানা- টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর।
র্যাব-১ এর এএসপি মো: কামারুজ্জামান বলেন, টঙ্গী এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মাসোহারা, অবৈধ ভাবে ভূমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। শিল্প প্রতিষ্ঠান হতে অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অঙ্কের মাসোহারা আদায় করে থাকে। এছাড়াও নবনির্মিত ভবন তৈরীতে তাদের চাঁদা দিতে হয়। এছাড়া সে দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। টঙ্গী এলাকার বাস্তুহারা বস্তি, নতুন বাজার, আমতলী,হাজী মাজার বস্তি ও কেরানিরটেক বস্তিসহ আশেপাশের সকল বস্তিতে পাইকারি ও খুচরা মূল্যে মদাক দ্রব্য বিক্রয় করে থাকে বলে অস্ত্রধারী সন্ত্রাসী বাসির উদ্দিন স্বীকার করেছে। এবিষয়ে রোববার রাতে র্যাবের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক বলেন, র্যাবের হাতে গ্রেফতার হওয়া সন্ত্রাসী বাসির উদ্দিনকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় রোববার রাতে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, তার রিমান্ড কয়দিন মঞ্জুর হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আসামী বাসির উদ্দিনকে রিমান্ডে এসে জিঞ্জাসাবাদ করা হবে।
