Daily Gazipur Online

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমীতে চলছে ডিজিটাল ক্লাস , দুই মাসের বেতন মওকুফ

মো: কালিমুল্লাহ ইকবাল: করোনা মহামারীর কারণে সারাদেশে যখন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নিয়মিত শিক্ষাদান বন্ধ তখন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষার মানউন্ননে গত ২৭জুন থেকে চলছে ডিজিটাল অনলাইন লাইভ স্কুল। এতে করোনা সময়ে ছাত্রছাত্রীরা বাসায় বসে নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
এব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান জানান, টঙ্গীতে একমাত্র প্রতিষ্ঠান ডিজিটাল অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করেছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেবী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়মিত রুটিন মাফিক ক্লাস পরিচালন করছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। এতে ৯০ শতাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠান আর্থিক সংঙ্কটে পড়লেও শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষাদান করছেন। স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর পরামর্শ ও গর্ভনিং বর্ডির সিদ্ধান্ত মোতাবেক করোনার মহামারীতে মানবিক কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এপ্রিল ও মে ২০২০ এর টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩১ শে আগস্টের মধ্যে বিনা জরিমনায় বকেয়া টিউশন ফি পরিশোধ করার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।