Daily Gazipur Online

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে সংবর্ধনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য এড. আজমত উল্লা খানকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার টঙ্গী বাজার মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সহ-সভাপতি আলহাজ¦ মো: উসমান আলী, গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছেদ খান, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলিম, ভোকেশনাল শাখার সহকারী প্রধান হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক সুরুজ্জামান মাষ্টার, রতন কুশার ঘোষ, আবুবকর সিদ্দিক, হাবিবুর রহমান বিএসসি, প্রভাষক মহসিন মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, জান্নাত আরা বেগম, নিলিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দীর্ঘদিন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। আইনি জটিলতার কারণে জাহিদ আহসান রাসেল সভাপতির পদ থেকে সরে দাড়ান। এরই মাঝে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে গত ৪ জানুয়ারী হতে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য এড. আজমত উল্লা খান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। তিনি দায়িত্ব পাওয়ার পর এলাকাবাসীর মাঝে আনন্দ উল্লাসিত হয়ে উঠছে। এলাকাবাসী মনে করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে একজন সুধ্যক্ষ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। তার পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছেন এড. আজমত উল্লা খান। দুই দক্ষ ব্যক্তির মাধ্যমে বিদ্যালয়টি দিন দিন আরো উন্নীত লাভ করবে। এলাকার গরিব অসহায় মানুষের ছেলে-মেয়েরা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা পাবে এবং বিদ্যালয়টি আরো উন্নতি লাভ করবেন।