Daily Gazipur Online

টঙ্গীর সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর মহানগর টঙ্গীর সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জিপিএ ৫+ মেধা প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আজমত উল্লা খান । গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান ও ৪৭ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সাগর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব এ টি এম মোস্তফা কামাল,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শফিকুল ইসলাম শফিক,মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য সচিব আহসান উল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ,আহবায়ক সদস্য মোঃ আহসান উল্লাহ.,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এহসানুল আলম ফরাজী,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল কবির আনোয়ার,মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা,সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি. ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহমেদ,যুবলীগের আহ্বায়ক সদস্য হেলাল উদ্দিন উজ্জল.ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদা পারভীন,পূর্ব থানা তাঁতী লীগের সভাপতি মহাসিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিমুল আব্দুল হাকিম মাস্টার স্কুলকে কলেজে রূপান্তরিত করার জন্য প্রধান অতিথির কাছে দাবি জানান,প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি তার বক্তব্যে বলেন আমার সুযোগ হয়েছে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজ করার.যেহেতু কলেজের বিষয়টি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে যদি কখনো স্কুল কলেজে রূপান্তরিত করার কার্যক্রম শুরু হয় তাহলে শিলমুন আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় অবশ্যই কলেজে রূপান্তরিত হবে এছাড়া কম্পিউটার ল্যাব শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় বরাদ্দ দেওয়া হবে প্রতিমন্ত্রী আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের জিপি এ ৫+ মেধা প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক এবং দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।