
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী উন্নয়ন পরিষদের ২০ বছর পূর্তিতে ১০ জুলাই বুধবার বিকালে, টঙ্গী প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, সমাজকর্মী, শিক্ষানুরাগী রাজনীতিক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক অধির চন্দ্র সরকার, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ ও নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজকর্মী ও শিক্ষাবন্ধু এস.এম. হাফিজুর রহমান, আব্দুর রশিদ ভূঁইয়া, সুজন’র জেলা সভাপতি, টঙ্গী উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আ স ম জাকারিয়া, জাহিদুল কবির আনোয়ার, মুজিবুর রহমান মাস্টার, মহিলা পরিষদ নেত্রী আনোয়ারা বেগম, মনিরুল ইসলাম মাস্টার,সালাউদ্দিন খোকন,ডা. নয়ন পাটোয়ারী, ফাতেমা বেগম, জি এইচ হারুন, জালাল হোসেন,জাহানারা বেগম,মনিরুল ইসলাম রাজিব, এড. মেহেদী হাসান,শাহজাহান শোভন প্রমুখ।পরে সবার উপস্থিতিতে কেক কাঁটা হয়।
