Daily Gazipur Online

টঙ্গী ক্লাবের এক যুগ পূর্তি উৎসব পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে প্রতিষ্ঠিত টঙ্গী ক্লাবের এক যুগ পূর্তি উৎসব শুক্রবার রাতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ক্লাবের সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাইভীর পরিচালনায় এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী ক্লাবের উপদেষ্টা, নতুন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান, দাতা সদস্য সমির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাউসার আহমেদ, জাতীয় সাংবাদিক সোসাইটর মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,সহ সভাপতি কামাল হোসেন, মহসিন আলী মাসুম, রফিকুল ইসলাম সোহেল, ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: কাজী মো: সালাহ উদ্দিন রিজন, প্রভাবশালী সদস্য মামুন পাঠান, বশির আহমেদ রিপন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মুন কিবরিয়া, মিঠু খন্দকার, লিয়ন চৌধুরী, রাশেদ কামাল প্রমুখ। আলোচনা সভা শেষে এক যুগ পূর্তি উপলক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়েছে।