টঙ্গী গুটিয়ায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

0
311
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর লালমননেছা জামিয়া ইসলামিয়া গুটিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান শনিবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ওয়াজ ও দোয়া মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এড. মো: আজমত উল্লা খান। লালমননেছা জামিয়া ইসলামিয়া গুটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মায়ের দোয়া রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশন কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহাখালী সিআইপি জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈফী। বিশেষ বক্তা হিসেবে উপস্তি ছিলেন টঙ্গীর দারুল উলুম মাদ্রাসার মোহতামীম সাইখুল হাদিস আলহাজ¦ হযরত মাওলানা মুফতী মাসুদুল করিম, বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, গুটিয়া শাহী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবু সাঈদ, লালমননেছা জামিয়া ইসলামিয়া গুটিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা রিদওয়ানুল হক, লালমননেছা জামিয়া ইসলামিয়া গুটিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মো: জালাল মিয়া, সদস্য লিটন সরকার, হিরণ মোল্লা, আবু হানিফ, ফরিদ মিয়া, ইঞ্জিনিয়ার আলী হাসান মো: শফি, হাজী ইদ্রিস আলী মাতাব্বর, মো: আলী মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here