
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর টঙ্গীর গ্রাজুয়েশন ক্লাবের পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে টঙ্গী গ্রাজুয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাজী সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুল্লাহ আল হাতেম এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি, অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া,আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জক মিয়া,আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত এবং বক্তব্য রাখেন টঙ্গী গ্রাজুয়েশন ক্লাবের সভাপতি মতিন হোসেন জনি, কার্যকরী সভাপতি রাজু আহমেদ,সহ-সভাপতি প্রীতিকণা বড়ুয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহমদ,যুগ্মসাধারণ সম্পাদক রেজোয়ান হোসেন,সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন,ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসেন শুভ,মহিলা বিষয়ক সম্পাদক মহমুদা আলি মেনুকা , অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রফিকুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক তামিম আল আমিন প্রমুখ।
টঙ্গী গ্রাজুয়েশন ক্লাবের পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি বলেন, টঙ্গী সমাজে যেসব শিক্ষিত মানুষ যারা গ্র্যাজুয়েশন করেছে এ ধরনের কমিটি বা সংগঠন খুব কমই মনে হয় টঙ্গীতে আছে। যারা এমন সুন্দর সংগঠন এবং কমিটি গঠন করেছে আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যারা সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে পরিবার সম্পর্কে ভাবেন যারা সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে পরিবার সম্পর্কে ভাবেন এদেশের দুর্নীতি কিভাবে দূর করা যাবে এদেশের ঘুষ কিভাবে বন্ধ করা যাবে তাদের নিয়েইে এই গ্রাজুয়েশন ক্লাব। ১৯৯৩সালের টঙ্গীতে সর্বপ্রথম এ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে মাঝখানে কিছুটা সময় যদিও কার্যক্রম ধীরগতিতে থাকলেও বর্তমানে কমিটি নতুন করে কাজ শুরু করছি আশা করি তাদের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে।
অতিথিদের আলোচনা সভা শেষে টঙ্গী গ্রাজুয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম বর্তমান কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন এবং দোয়া মোনাজাত শেষে রোজাদার ব্যক্তি দের মাঝে ইফতার বিতরণ করা হয়।






