
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী থানা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মরহুম কামাল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় টঙ্গী নতুন বাজার আওয়ামীলীগের কার্যালয়ে কামাল স্মৃতি সংসদের উদ্যোগের মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামছুন নাহার ভুইয়া ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাছান খোকন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রেজাউল করিম,কামরুজ্জামান হেলাল,এড. ফারজানা আক্তার শিল্পী, রফিকুল ইসলাম সোহেল,হাজী বাবলু,মাকসুদুর রহমান মাইভি,সাইফুল ইসলাম লিটন,রুবেল হোসেন প্রমুখ। আলোচনা শেষে টঙ্গী থানা যুবলীগের সহ সভাপতি মরহুম কামাল হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০১৭ সালের ১ জুলাই শনিবার সন্ধ্যায় , দুর্বৃত্তরা টঙ্গী রেলওয়ের পরিত্যক্ত ভবনের ভেতর কামাল হোসেনকে পেটের মাঝামাঝি স্থানে একটি ছোঁরা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পালিয়ে যায়। নিহত কামাল রেলওয়ের সাবেক কর্মচারী মরহুম অলিউর রহমানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের টঙ্গী থানা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। এরই ধারাবাহিকতায় মরহুম কামাল হোসেনের ভাবী এড.ফারজানা আক্তার শিল্পী বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েল করেন। ঘটনার পরপরই র্যাব-১ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে উত্তরা ১০নং সেক্টর হতে মামলার প্রধান আসামী মোঃ ফাহিম (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টঙ্গী থানার যুবলীগ নেতা কামালকে চাকু দ্বারা হত্যা করেছে বলে স্বীকার করে।
