Daily Gazipur Online

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ( ভিডিও )

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গুজব সংবাদে কান না দেওয়ার লক্ষ্যে অভিভাবক সমাবেশ আজ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, বিদ্যালয়ের কলেজ ইনচার্জ মাহবুবউল আলম, ইনচার্জ কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, আবুল হোসেন শেখ, সহকারী অধ্যাপক এ কে এম ফারুক, লতিফা পারভীন, রাখী সাহা, সাবিনা সুলতানা, হোসনে আরা জলি, হারুন অর রশিদ, মোয়াজ্জেম হোসেন, শাহীদা খানম হিরা, মোস্তাফিজুর রহমান, হানিফ উদ্দিন, আমজাদ হোসেন, গোলাম মাওলা, আনোয়ারা সিকদার, সালমা আক্তার প্রমুখ।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী অভিভাবক সমন্বয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, প্রতিবছর পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের শিক্ষার মান ও পাশের হার বেড়েই চলছে। শিক্ষার্থীদের শিক্ষার মান আরো উন্নত করার লক্ষে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।