
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর কদমতলা বাড়িওয়ালা কল্যাণ সমিতির নতুন কমিটির পরিচিত বাৎসরিক আয় ব্যয় হিসাব আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে পূর্ব আরিচপুর কদমতলা ৪৫ নং ওয়ার্ডে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মোঃ শাহ আলম রিপন, ৪৫ নংওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু ,টঙ্গী নতুন বাজার ব্যবসায় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী হাজী মোঃ মিজানুর রহমান, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা কাওছার আহমেদ, টঙ্গী ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাইভি, ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বশির আহমেদ রিপন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন ,টঙ্গী থানা যুবলীগ নেতা কামাল হোসেন, মামুন পাঠান, এডভোকেট নাজিম উদ্দিন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেহজাদ সোহাগ,আলাউদ্দিন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় পূর্ব আরিচপুর কদমতলী বাড়িওয়ালা কল্যাণ সমিতির ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি উপস্থিত ছিলেন বাড়িওয়ালার কল্যাণ কমিটির সভাপতি হাজী মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি রাশেদ খান, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন বেপারী, প্রচার সম্পাদক মোঃ ওসমান খান, কোষাধক্ষ্য আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক বাদল মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আলম মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার খাজা, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম, আশরাফ আলী পাঠান ও মনির হোসেন । আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন পূর্ব আরিচপুর কদমতলা বাড়িওয়ালার কল্যাণ কমিটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে করণা ভাইরাসের লকডাউন এ থাকা অবস্থায় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এ সময় তারা গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ আলম রিপন এর কাছে এলাকায় জলাবদ্ধতা নিয়ে ড্রেনের ব্যবস্থা সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিতকরণের জন্য প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন দাবি জানায়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শেষে কমিটির উদ্যোগে নৈশভোজের ব্যবস্থা করা হয়।
