Daily Gazipur Online

টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ৩নং ব্লক এলাকায় বুধবার বিকেলে ৭ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এর পক্ষে উপ পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এ কার্যালয় উদ্বোধন করেন।
বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন, সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনটার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম, ৭নং বিট ইনচার্জ এস আই মো. রাজিব হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহম্মেদ, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আ: জলিল গাজী, যুবলীগ নেতা মো. কামাল দেওয়ান, ৮৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রোমান দেওয়ান, ফিরোজ ও বিপ্লব সরদার প্রমুখ। উপ পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, শৃংখলা, নিরাপত্তা ও প্রগতি এই তিন মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ পুলিশের মূলনীতি ‘সেবাই পুলিশের ধর্ম’। সেবার মান অটুট রেখে বাংলাদেশ পুলিশ যেমন গড়েছে সোনার বাংলা তেমনি প্রশংশনীয় বিভিন্ন উদ্যোগে আইনশৃংখলা হয়েছে উন্নত। তারই একটি উদ্যোগ ‘বিট পুলিশিং’। টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিট পুলিশ কার্যক্রম চালু করার একমাত্র লক্ষ সাধারন মানুষের পাশে থাকা সাধারন মানুষকে নিরাপদ রাখা। ৭নং বিট পুলিশং কার্যালয় যেন সেবাদানের ক্ষেত্রে গাজীপুরের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকে। এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গডার লক্ষ্যে, বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ স্যারের নির্দেশনায় সারাদেশে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করা হয়।