মো: জাহাঙ্গীর আকন্দ: টঙ্গী পুর্ব থানার ওসি আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ যেন তাকে দেশের এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত করে টঙ্গী পূর্ব থানার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে পারে। বুধবার টঙ্গী পুর্ব থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি মোবাইলে নিশ্চিত করেন। ওসি আমিনুল ইসলাম আরও জানান, তিনি তার বাসায় আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জানা যায় করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে সঠিকভাবে টঙ্গী পূর্ব থানায় দায়িত্ব ও কর্তব্য পালন করছেন।