Daily Gazipur Online

টঙ্গী পূর্ব থানা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা যুবলীগের আয়োজনে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, পুলিশের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সাবেক ছাত্রনেতা ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য আমান সরকার ও কাইয়ুম সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পুনরায় টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । এর আগে আমান সরকার এর সভাপতিত্বে ও ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা ও টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান কিবরিয়া মুন,লিটন উদ্দিন সরকার,একে এম পলাশ জলিল,৪৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোক্তার হোসেন রতন,৪৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর,৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায় আব্দুল আজিজ,৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির রুবেল,৪৬ নং ওয়ার্ড আহবায়ক আলী হোসেন ,৫৬ নং ওয়ার্ড আহবায়ক ওমর ফারুক মিলন,৫৫ নং ওয়ার্ডের যুবলীগের আহবায়ক জাকির হোসেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ৪৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা জুলহাস খান প্রমুখ। আলোচনা সভায় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকার বলেছেন বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে,যখন বাংলাদেশ সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে তখনই বারবার বিএনপি-জামাত বাধাগ্রস্ত করার চেষ্টা করে,বিএনপি যে শান্তি মিছিল করার জন্য ঢাকা শহরে সিদ্ধান্ত নিয়েছে সেই শান্তি মিছিলে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন আমরা গাজীপুর মহানগর যুবলীগ সব সময় রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আছি থাকবো,আমাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল হাসান সরকার রাসেল মহানগর এর ৫৭ টি ওয়ার্ড কে তিনি সুসংগঠিত করে রেখেছেন,যেকোনো লড়াই সংগ্রাম আন্দোলনে যুবলীগে সামনের সারি থেকে অংশগ্রহণ করবে তারই ধারাবাহিকতায় আজ এই টঙ্গী পূর্ব থানা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।