Daily Gazipur Online

টঙ্গী বাজারে ১০০ লিটার চোলাইমদসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ১০০ লিটার চোলাইমদসহ ০২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১।
আজ ২৯ নভেম্বর ২০২০ সকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার নদীরপাড় পৌর ভ‚মি অফিস টঙ্গী রাজস্ব সার্কেল গাজীপুর এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১) মোঃ জাকির হোসেন(৪৯), পিতা-মৃত হেকমত আলী, মাতা-উম্মেত বানু, সাং-টঙ্গী পূর্ব বরান মুন্সিপাড়া রোড, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২) মোঃ সুমন(৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত তাছলিমা বেগম, সাং-১০নং ডিএন রোড নন্দীপাড়া, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের দখল হইতে সর্বমোট ২৫০ বোতল=১০০ লিটার দেশীয় চোলাইমদ এবং যার মূল্য অনুমান ৫০,০০০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজেদের হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।