Daily Gazipur Online

টঙ্গী বাজারে ১২ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকা হতে ১২ বোতল বিদেশী মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজার এলাকায় বিদেশী মদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর আভিযানিক দল জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজার হোন্ডা রোড ৫৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এর সামনে(দক্ষিণ) পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামী ১। গাজী মোঃ ওয়ালিদ(৪৫), পিতা-মোঃ আঃ ওহাব আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-হামিদপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর, এ/পি-রামপুরা, পলাশবাগ(সাইদুর রহমান এর বাড়ির ভাড়াটিয়া), থানা-রামপুরা, ডিএমপি, ঢাকা’কে হাতে নাতে গ্রেফতার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হতে সর্বমোট ১২ বোতল বিদেশী মদ, ০২(দুই)টি মোবাইল ফোন এবং নগদ ৬০০/-(ছয়শত) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামীর জব্দকৃত মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয় এর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্বরণি ২৪(খ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।