Daily Gazipur Online

টঙ্গী বাজারে ৮৩ লিটার চোলাইমদসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সানাউল্লা স্বপন: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ৮৩ লিটার চোলাইমদসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আঝ শনিবার সকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় করেে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারস্থ বড় মসজিদ এর পূর্ব পার্শ্বে এনআরবিসি ব্যাংক এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ দুলাল মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুল ছাত্তার, মাতা-মৃত মরিয়ম বিবি, সাং-আবব্দুল্লাহপুর, ১নং ওয়ার্ড, থানা-উত্তরা পশ্চিম, ডিএমপি, ঢাকা, ২। মোঃ বেদন মিয়া(৫৫), পিতা-মৃত ফায়জুদ্দিন, মাতা-পরিষ্কার বেগম, সাং-আমতলী (আব্বাস মিয়ার বাড়ী), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দ্বয়কে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের দখল হতে হতে ২০৮ বোতল=৮৩ লিটার দেশীয় চোলাই মদ, যার মূল্য অনুমান ৪১,৫০০/-(পয়তাচল্লিশ হাজার পাঁচ) টাকা, নগদ ৩৫০/- এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর টঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় চোলাইমদের অবৈধ ব্যবসা করিয়া আসতেছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর(১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।
উদ্বারকৃত আলামত এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।