টঙ্গী রেলওয়ে শিশু নিকেতনে রহস্যজনক চুরি, স্কুল কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি

0
76
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময়ে স্কুলের অফিস কক্ষে ঢুকে চোরের দল চুরি করে নিয়ে যায় একটি ডেস্কটপ কম্পিউটার, মনিটর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা: হ্যাপী বেগম জানান, ২৭ জুলাই রাতে স্কুলের সব কাজ শেষে তিনি দরজা-জানালা বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ২৮ জুলাই সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে স্কুলের আয়া অফিসে প্রবেশ করে দেখে অফিস কক্ষের দরজা খোলা। বিষয়টি দ্রুত প্রধান শিক্ষককে জানানো হলে তিনি স্কুলে এসে দেখতে পান অফিসের দুটি আলমারি এবং টেবিলের তালা ভাঙা, কাগজপত্র ছড়ানো ছিটানো এবং অফিসে থাকা কম্পিউটার মনিটরসহ চুরি হয়ে গেছে।
চোরেরা শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, অফিসের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাও তারা ভেঙে ফেলে, যাতে করে চুরির দৃশ্য ধরা না পড়ে। এতে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
এই ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটি, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের অবহিত করা হয়েছে। চুরির ঘটনাটি তদন্ত করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং চোরদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here