টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টে পুরষ্কার বিতরণ

0
302
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টাঙ্গাইল মির্জাপুর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: একাব্বর হোসেন এমপি ফুটবল টুর্ণামেন্ট পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতি এবং সড়ক পরিবহণের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: একাব্বর হোসেন এমপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: সানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আতাউর রহমান খান, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হোসেন ছোট মনির, সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দিন, পুলিশ সুপার সনজিত কুমার রায় বিপিএম বার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ সভাপতি মনির আহমেদ, অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি কম, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব মোস্তাফিজুর রহমান টিটু, মন্নু টেক্সটাইল মিলের চেয়ারম্যান হারুন অর রশিদ, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, মীর ওসমান গণি কাজল, বদরুল আলম পাশা, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, যুগ্ম আহŸায়ক বিল্লাল হোসেন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান রাসেল, মোক্তার হোসেন সোহেল, ন্যাশনাল টিউবস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন আমু, এটলাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আরিফুর রহমান পলাশ প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, খেলাধূলা যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদের কবল থেকে দূরে থাকতে সহায়তা ভূমিকা রাখে। তাই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় আমরা স্টেডিয়াম তৈরি করবো। আমরা মির্জাপুরে এসে বুঝতে পারলাম এ এলাকায় ফুটবল খুব জনপ্রিয়। তাই খেলাধূলার মানকে ধরে রাখতে এই মাঠকে আমি একটি আধুনিক মাঠে রূপান্তরিত করে দেব। আজকের খেলা খুব সুন্দর হয়েছে।
উল্লেখ্য, একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল ফাইনালে বাংগল্লা কল্যাণ সমিতি ২-০ গোলে সফর্তা জন্য কল্যাণ সমিতিকে পরাজিত করে শিরোপা জয় করে। ১৫দিনব্যাপী টাঙ্গাইল ও মির্জাপুরের বিভিন্ন এলাকার ৮টি দল লীগ পর্যায়ে নক আউট প্রতিযোগিতায় অংশ নেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here