
মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিস্যু কালচার কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা ৩ নভেম্বর রবিবার জীব প্রযুক্তি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে (বাম থেকে বসা) জীব প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, জীব প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন।






