Daily Gazipur Online

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সাকিবের

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দুটি উইকেট তুলে নিয়ে ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
দুটি উইকেট শিকার করলেই মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন। এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে ম্যাচের এগারোতম ও নিজের দ্বিতীয় ওভারে রিচি বেরিংটন ও মাইকেল লিসাককে আউট করেন সাকিব।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ১০৮টি। অপরদিকে লাসিথ মালিঙ্গার উইকেট ১০৭টি।