টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতিতে তামিম

0
146
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। আগামী ৬ মাস তিনি টি-টোয়েন্ট খেলবেন না। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বিপিএলের দল মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলন করতে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।
অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তবে প্রয়োজন হলে চলতি বছরের শেষদিকে হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতেও পারেন, এমন আভাস দিয়েছেন তিনি।
তামিম বলেন ‘শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয়, প্রথমেই আমি একটা জিনিস বলি, আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় অনেকের বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে কথা হয়েছে।’
‘ওনারা অবশ্যই চাচ্ছেন অন্তত বিশ্বকাপ পর্যন্ত আমি চালিয়ে যাই। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুই পক্ষ মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’
অবশ্য ভবিষ্যতে দরকার পড়লে থাকছেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে যে আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি তৈরি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’
দেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট-এ ১৭৫৮ রান করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন দেশসেরা এই ওপেনার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here