ট্রাভেল ব্যাগে পাওয়া খন্ডিত মরদেহের পরিচয় মিলেছে

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া ৮ টুকরো মরদেহের পরিচয় মিলেছে। তবে তার মাথা এখনো পাওয়া যায়নি। আজ শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটে টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়।
পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট থেকে মরদেহের পরিচয় জানা গেছে। নিহত ব্যাক্তির নাম অলি মিয়া (৩৬)।তিনি আরো বলেন, মৃতের বাড়ি নরসিংদী সদর থানায়। তিনি সুরুজ মিয়ার ছেলে।তিনি আজমেরী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন। এর বেশি এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে অবস্থিত হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপরে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাভেল ব্যাগ দুটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ব্যাগ দুটি শেষ রাতের যেকোনো সময় এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here