ট্রেনে হিজরাদের চাঁদাবাজি

0
216
728×90 Banner

আবির হোসাইন শাহীন,প্রতিবেদক: যাত্রাপথে হিজরাদের দৌরাত্ম্য যেন থামছেই না।আন্তঃনগর হোক কিংবা মেইল ট্রেন হোক হিজরাদের হয়রানির শিকার হতেই হবে যাত্রীদেরকে।সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনেতো এটা নিয়মিত ঘটনা। সরকার হিজরাদের জন্য নানানমুখি পদক্ষেপ ও ভাতা চালু করলেও তাদের নৈরাজ্য বন্ধ হয়নি এখনও।
সকাল ৯.৪০ মিনিটে ধুমকেতু ট্রেনটি যমুনা সেতুর পুব পাড়ে পৌছালে কতিপয় হিজরা ট্রেনটিতে উঠে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করতে থাকে। কেউ দিতে ইচ্ছে না কতলেও তার কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করে তারা।ট্রেনে মহিলা যাত্রী থাকা সত্ত্বেও অবাধে চলছে তাদের বেহায়াপনা ও নোংরামি। লজ্জাজনক ও হিতকরী পরিস্থিতিতে পরতে হয় ট্রেনে থাকা যাত্রীদেরকে।।রেলওয়ে পুলিশের সামনেই করছে এমন অপ্রিতিকর অবস্থা। যাত্রীরা যেন তাদের কাছে অসহায়।
যাত্রীদের একটি দাবি হিজরাদের নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ কামনা এবং প্রশাসনের সহযোগিতা কামনা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here