ট্রেনে ১০০ টাকায় ইফতার, ১৬০ টাকায় সেহরির ব্যবস্থা

0
123
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেনে ইফতার এবং সেহরি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৯ এপ্রিল) রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও মূল্যতালিকা তৈরি করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী)। এর মধ্যে ১০০ টাকায় ইফতারে প্যাকেটসহ দুই পিস পেঁয়াজু, দুই পিস বেগুনি, দুটি খেজুর, ১০০ গ্রাম ছােলা, ৫০ গ্রাম মুড়ি, দুই পিস শসা, একে বোতল বিশুদ্ধ পানি (৫০০ মিলি)।
এছাড়া সেহরি প্যাকেজে প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম রুই মাছ, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল ১৬০ টাকায় পাওয়া যাবে। ১৭০ টাকায় প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম মুরগির মাংস, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল পাওয়া যাবে।
রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলেছে, এই ইফতার এবং সেহরির গুণগত মান ভালো হবে। খাবার বুঝে নিয়ে মূল্য পরিশােধ করা যাবে। যে কোনো অনিয়ম বা পরামর্শের জন্য ‘General Manager-West Bangladesh Railway’ পেজে

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here