Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: এইচএম আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর আতাউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, ইএসডিও’র প্রতিনিধি শামিম হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় সকাল ৮টায় পুলিশ লাইন্স স্কুল মাঠে, সাড়ে ৮ টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ এবং ৯ টায় আনসার ভিডিপি মাঠে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।